ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) স্থানীয় পুলিশ লাইন্সের ড্রিলশেডে প্রথমে নবাগত পুলিশ সুপার ও অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, পিপিএমকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ এবং পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিপিএম থোয়াই অংপ্রু মারমা, বিপিএম, সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) তাসলিম হুসাইন, ফেনী মডেল, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, সোনাগাজী মডেল ও ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই, ডিবি, ডিএসবি ফেনীসহ জেলার পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র ও পুলিশ ক্যাম্পের অফিসার ফোর্স।
কল্যাণ সভায় ফোর্সের সামগ্রিক কল্যাণ সংক্রান্ত বিষয় আলোচনা ও বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত ও তার আগে গত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা এবং ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা, অবকাঠামো উন্নয়ন, যানবাহনের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়।
একইসঙ্গে জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কার্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি, জনসচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এতে নবাগত পুলিশ সুপারের পক্ষ থেকে মামলা তদন্তের মান বৃদ্ধি করাসহ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার-সহকারী পুলিশ সুপার এবং ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত) গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তাদেরকে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়।
টিএইচ