সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ফ্রান্সের এডমিনিস্ট্রেশন এটাচি হিসাবে নিয়োগ পেলেন বাংলাদেশি দিয়ান আশরাফ 

রাজবাড়ী প্রতিনিধি 

ফ্রান্সের এডমিনিস্ট্রেশন এটাচি হিসাবে নিয়োগ পেলেন বাংলাদেশি দিয়ান আশরাফ 

প্রথম বাংলাদেশি বংশধর হিসেবে ফ্রান্সের এডমিনিস্ট্রেশন এটাচি হিসেবে নিয়োগ লাভ করেছেন দিয়ান আশরাফ। তিনি ফ্রান্স প্রবাসী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা মোহাম্মদপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

দিয়ান আশরাফ ফ্রান্স সরকারের সিভিল সার্ভিস একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করেন। তাকে ফরাসি সরকার ওই দেশের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম ধাপের অফিসার ‘এডমিনিস্ট্রেশন এটাচি’ হিসাবে চূড়ান্ত নির্বাচন করে ফলাফল প্রকাশ করেছে।

দিয়ান আশরাফের পিতা ফ্রান্স প্রবাসী আশরাফুল ইসলাম বলেন, আমি আনন্দিত ও গর্বিত এজন্য যে আমার মেয়ে দিয়ান আশরাফ তার মেধা দিয়ে এ পদে গত ৮ সেপ্টেম্বর যোগদানে সরকারের আমন্ত্রণ পেয়েছে। 

যদিও এ পদের বিপরীতে বেশ কয়েকজন খাটি ফরাসী প্রার্থী ছিল। ফরাসি সরকার যোগ্যতার মাপকাঠিতে সবসময় সুবিচার করতে সচেতন থাকেন। তবে কিছু ব্যতিক্রম পরিস্থিতি ছাড়া সেটা মাঝে মধ্যে দেখা যায়। 

সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন এদেশের প্রথম বাংলাদেশি বংশধর হিসাবে সিভিল সার্ভিস অফিসার হিসাবে যাত্রা শুরু করে দেশ জাতি সমাজের মুখ উজ্জ্বল করতে পারে।

টিএইচ