শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

ফ্রান্সে রপ্তানি হচ্ছে দিনাজপুরের লিচু 

দিনাজপুর প্রতিনিধি 

ফ্রান্সে রপ্তানি হচ্ছে দিনাজপুরের লিচু 

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশে উৎপাদিত শাক-সবজী পাওয়া যায়। এবার পরীক্ষামূলকভাবে বাংলাদেশ তথা দিনাজপুরের ঐতিহ্যবাহী বেদেনা লিচু ফ্রান্সে পাঠানো হলো। এটিতে আমরা উত্তীর্ণ হতে পারলে আগামীতে আরও লিচু রপ্তানি করা হবে। 

কৃষি অফিসের কর্মকর্তারা বাগানে বাগানে গিয়ে ভালোমানের লিচু সংগ্রহ করেছে। বর্তমানে তীব্র তাপদাহ বইছে। এতে লিচু ফেটে যাওয়াসহ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সেই বিষয়গুলোকেও খেয়া রেখে ফ্রান্সে উন্নতমানের লিচু সরবরাহ করা হয়। 

লিচুগুলো ৭২ ঘণ্টার মধ্যে ফ্রান্সে পাঠানো হবে। ফ্রান্সে লিচু পাঠানোর বিষয়ে কৃষি কর্মকর্তাসহ প্রশাসনের সকলকে সজাগ থাকতে হবে। এখন থেকে ফ্রান্সে বাংলাদেশের শাক-সবজির পাশাপাশি সুস্বাদু লিচুও পাওয়া যাবে। 

পরীক্ষামূলকভাবে ১৬ হাজার বেদেনা লিচু রপ্তানি করা হচ্ছে। গত সোমবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে লিচু রপ্তানির বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। 

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান, বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল ওয়াজেদ, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস ও বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম।

জানা গেছে, সোমবার রাতে প্রশাসনের নিজস্ব পরিবহনের মাধ্যমে থেকে ৪০টি ক্যারেটে ১৬ হাজার পিস বেদেনা জাতের লিচু ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। প্রায় ৩০০ কেজি ওজনের এই লিচুগুলো ঢাকায় গিয়ে কার্গোর মাধ্যমে ফ্রান্সে যাবে। 

মিন্টু ইসলাম নামে এক ব্যক্তি এই লিচুগুলো ফ্রান্সের প্রাইম এশিয়া কোম্পানির স্বত্বাধিকারী শেখ মাসুমের কাছে লিচুগুলো পাঠাবেন। জেলার বিরল উপজেলার চকভবানী গ্রামের আফজাল হোসেনের বাগান থেকে এই লিচুগুলো সংগ্রহ করা হয়েছে। 

টিএইচ