বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে ‘২০২৩-২০২৪ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের’ আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রোববার (২৬ নভেম্বর) দিনব্যাপী বকশীগঞ্জ বিআরডিবি হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়। 

প্রশিক্ষণের উদ্বোধনকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, কৃষির উন্নয়ন ঘটাতে হলে কোথাও কোন জমি পতিত রাখা যাবে না। বাড়ির চারপাশে জমি ফেলে না রেখে শাক-সবজি ও পুষ্টি বাগান করতে হবে। কৃষি প্রধান দেশে কৃষি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। 

তরুণরা বেকার বসে না থেকে কৃষি উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোঁচাতে পারেন। উপজেলা কৃষি অফিস সর্বদায় কৃষকসহ উদ্যোক্তাদের সহযোগিতার জন্য কাজ করে যাবে। 

টিএইচ