বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবারের মধ্যে ৯০ বান্ডিল ঢেউটিন ও তিন হাজার করে টাকার চেক বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। 

উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। 

টিএইচ