বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে পুকুরের ডুবে শিশুর মৃত্যু 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে পুকুরের ডুবে শিশুর মৃত্যু 

জামালপুরের বকশীগঞ্জে গত দুই দিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে মাহিন হাসান (২) নামে এক শিশু পুকরের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু মাহিন হাসান দক্ষিণ কামালপুর গ্রামের সুজন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শিশু মাহিন হাসান বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি পুকরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ওই পুকুরে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়। 

ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি জানিয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, এবিষয়ে কোন অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য বলা হয়েছে। তবে এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে। 

টিএইচ