বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয় দেয়া ছাত্রলীগ কর্মী আটক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয় দেয়া ছাত্রলীগ কর্মী আটক

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী উঠান বৈঠকে সমন্বয়ক পরিচয় দেয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান নামে এক ছাত্রলীগ নেতা। গত রোববার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

আটক মাহফুজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য পরিচয় দিয়েছেন এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার রাতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্যবিয়ে প্রতিরোধ, জুয়ারোধ ও মাদকবিরোধী উঠান বৈঠকে যোগ দেন। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে কথা বলেন।

পরে স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বষম্যবিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়ান। 

আটক মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ জানুয়ারি) জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। 

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। বৈষম্যবিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার ঘটনায় তাকে আটক করা হয়েছে। 

টিএইচ