সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বকেয়া বেতনের দাবি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি 

বকেয়া বেতনের দাবি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে সিজন্স ড্রেসেস লিমিটেড-এর শ্রমিকেরা।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা।

জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ পাড়া এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেড নামক পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক জুলাই মাসের বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করে। এরপর সাড়ে ৯টার সময় মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের গণমাধ্যমকে বলেন, বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।

এ বিষয়ে সকাল ১০টা ৫ মিনিটে গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালের কণ্ঠকে বলেন, শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এখন মহাসড়ক বন্ধ আছে।

টিএইচ