বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভে ছাত্রলীগের হামলা

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তিনদফায় হামলার শিকার হয়েছেন। শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের ইয়াকুবিয়া মোড়,পিটিআই মোড় ও রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদ তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্র্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করায় ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র অধিকার পরিষদের নেতারা। 

হামলায় আহতরা হলেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয়  সমাজসেবা সম্পাদক মো: সজল, বগুড়া জেলা শাখার সভাপতি মিজানুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সহ-সাংগঠনিক সৈকত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ, শেরপুর উপেজলা শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, মাহামুদুল হাসান শাওন, হাসিবুল, আবু সাইদ ও তানিনসহ প্রায় ১৮ জন। এরমধ্যে রাকিবুল হাসান রকি মাথায় গুরুতর আঘাত পেয়ে শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বগুড়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান পলাশা জানান, গতকাল শুক্রবার তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শহরের সাতমাথায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। সংক্ষিপ্ত মানববন্ধন শেষে সাতমাথা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইয়াকুবিয়ার মোড়ে যাওয়ার পর শহর ছাত্রলীগের নেতাকর্মীর প্রথম হামলা চালায়। তখন দ্রুত ওই স্থান ত্যাগ করা হয়। সেখান থেকে পিটিআই মোড় ও রহমান নগর যাওয়ার পরে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার নেতৃত্ব আরও দুই দফায় হামলার ঘটনা ঘটে। 

মিজানুর রহমান পলাশ বলেন, ‘হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঠিসোটা ও বাঁশ ছিল। আমাদের নেতাকর্মীদের তারা রাস্তায় ফেলে অমানুষের মতো পিটিয়েছে। শেরপুরের সাধারণ সম্পাদক রকির মাথায় বাঁশ দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা বলেন, ‘এটা মিথ্যা অভিযোগ। ছাত্রলীগের কেউ তাদের ওপর হামলা করেনি। তবে শুনেছি তারা সাতমাথায় বিশৃঙ্খলা সৃষ্টির সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছে।

বগুড়া সদর থানা অফিস ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে কিছু জানা নেই। তারা কোন অভিযোগ করেনি।

কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তারা গতকাল শুক্রবার অনুমতি চেয়েছিল, তবে তাদের অনুমতি দেওয়া হয়নি। তারা যেখানেই কর্মসূচি দেয় সেখানেই গণ্ডগল হয়। তবে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয়। বরং তারাই অনুমতি ছাড়া প্রোগাম করেছেন।

টিএইচ