সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মাত্র একদিনের ব্যবধানে আবারো বগুড়া সদরে বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, নিহত রানা মিয়া (৪৬) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন। রানার আহত স্ত্রী রোজী বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই আব্দুর রহিম আরও জানান, বোনের বাড়িতে দাওয়াত শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরার সময় পথে স্থানীয় কয়েকজন বখাটে তার কাছে চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

টিএইচ