শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বগুড়ায় নিখোঁজের ৭০ দিন পর মরদেহ উদ্ধার তিনজন গ্রেপ্তার 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় নিখোঁজের ৭০ দিন পর মরদেহ উদ্ধার তিনজন গ্রেপ্তার 

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিব কলমা গ্রামে ২ মাস আগে নিখোঁজ বিধান চন্দ্র সরকার নামের এক যুবকের মাটি চাপা দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) আসামিদের দেখানো ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বিধান চন্দ্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বগুড়া জেলা পুলিশ। 

গ্রেপ্তাররা বগুড়ার কাহালু উপজেলার শিবাকলমা এলাকার বিদু চন্দ্রের ছেলে বিপুল চন্দ্র প্রাং (৩৫), জিতেন চন্দ্রের ছেলে দিনেশ চন্দ্র প্রাং (৪১), যুক্তবাবু চন্দ্রের ছেলে উৎপল চন্দ্র প্রাং। জানা গেছে, কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের শিবকলমা গ্রামে দুই মাস আগে বিধানকে হত্যা করে মাটি চাপা দেয় একই গ্রামের তিন বন্ধু। বিধান শিবাকলমা গ্রামের অনীল চন্দ্রের ছেলে। বিধান উচ্চমাধ্যমিকের ছাত্র। এবং বাবা-মায়ের সাথে বিভিন্ন উৎসবে কীর্তন গান গাইতো।

মুক্তিপণের পূর্ব পরিকল্পনা করে প্রথমে মদপান করান এরপর হাতুরি দিয়ে মাথায় আঘাত করে বিধানের মৃত্যু নিশ্চিত করে। গত ১১ এপ্রিল রাতে হত্যা করে ফসলি জমিতে পুঁতে রাখে বিপুল, দিনেশ ও উৎপল চন্দ্র। এ ঘটনায় গত ১২ এপ্রিল কাহালু থানায় অভিযোগ দিলে পুলিশ অভিযান শুরু করে। 

গত রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেখানো ঘটনাস্থল থেকে শুক্রবার (২৩ জুন) বিধানের লাশ উদ্বার করে পুলিশ। 

এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. স্নিগ্ধ আখতার জানান, ‘বিধানকে অপহরণ করে হত্যা করার পর ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। পরে বিধানের মরদেহ ধানক্ষেতে পুঁতে রাখে। আসামিদের দেখানো ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ উদ্ধার করা হয়।

টিএইচ