সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বদলগাছীতে ৩৪ ট্রান্সফরমার চুরির অভিযোগ

বদলগাছী (নওগাঁ)  প্রতিনিধি

বদলগাছীতে ৩৪ ট্রান্সফরমার চুরির অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন মাঠ থেকে গভীর অগভীর নলকূপের ৩৪টি ২১ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বছরের নভেম্বর ও ডিসেম্বর দুই মাসে ৩৪টি ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছে। 

প্রতিটি  ৫ কেভি ট্রান্সফরমারে ১০ কেজি  করে তামার এবং ১০ কেভি ট্রান্সফরমারে ১৬ কেজি করে তামার তার রয়েছে। বাজারে প্রতি কেজি তামার তারের মূল্য ১২শ টাকা করে। সাম্প্রতিক আমন ধান কৃষকরা ঘরে তোলায় মাঠ ফাঁকা হওয়ায় এবং বাজারে তামার তারের চাহিদা ও মূল্য ভাল থাকায় চোরেরা ট্রান্সফরমার চুরিতে ঝুকে পড়েছে বলে কৃষকরা জানিয়েছেন। 

৫ কেভি প্রতিটি ট্রান্সফরমার মূল্য ৪৫ হাজার টাকা এবং ১০ কেভি একটি ট্রান্সফরমার মূল্য ৬৮ হাজার টাকা। উপজেলার সদর ইউনিয়নের কৃষক রশিদুল ইসলাম, সোহেল, আব্দুস সাত্তারসহ অন্য কৃষকরা বলেন, সমবায় ভিত্তিতে গভীর নলকূপগুলো পরিচালনা না হওয়ায় অপারেটররা এককভাবে গভীর নুলকূপ পরিচালনা ও সেচ ব্যয় নিয়ন্ত্রকের মালিক বুনে যাওয়ায় থাকে না পাহাড়ার কোন ব্যবস্থা ও নির্ধারিত সেচ রেটের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। 

বেগুনজোয়ার গ্রামের অপারেটার জনি, পারিচা গ্রামের শামিম এবং তেজাপাড়া গ্রামের সুলতান আহম্মেদ বলেন, রাতে ট্রান্সফরমার চুরি হলে সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বদলগাছী অফিসে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয় না। এছাড়াও তারা বলেন, বরেন্দ্র অফিসের জাহাঙ্গীর স্যার বলেন, আমাদের করার কিছু নেই নতুন ট্রান্সফরমার কিনে নেন। আর পুরাতন ট্রান্সফরমার সন্ধান পেলে কম দামে কিনতে পারবেন। আমি মোবাইলে আপনাদের জানাবো। 

বদলগছী বিএমডিএর উপ সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমের কাছে পুরাতন ট্রান্সফরমার সন্ধান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক চাল কল মালিক বিক্রি করতে চেয়েছিল, তাই আমি ওই অপারেটারকে বলেছি। প্রয়োজনের বেশী কেউ ট্রান্সফরমার রাখতে পারবেন। তাহলে মিল মালিক বিক্রি করবে কিভাবে, জবাবে সে জানান, মিল মালিক তার ব্যবসা ক্লোজ করবেন। 

বদলগাছী পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আহসান হাবিব বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে এবং ট্রান্সফরমার চুরি রোধে গভীর নলকূপ অপারেটর ও অগভীর মালিকদের পাহাড়ার ব্যবস্থা করতে মাইকিং করা হয়েছে। 

বদলগাছী থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, কয়েকটি অভিযোগ পেয়েছি। চোরচক্রকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

টিএইচ