শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post
ভুয়া মৃত্যুসনদ প্রদানের অভিযোগ তদন্তে প্রমাণিত

বদলগাছীর কোলা ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি 

বদলগাছীর কোলা ইউপি চেয়ারম্যান ও সচিবকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের (স্বপন) বিরুদ্ধে ভুয়া মৃত্যুসনদ প্রদানের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান ও সচিব আঞ্জুমানারা বেগমকে স্থানীয় সরকার নওগাঁ থেকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয় সূত্রে জানা।

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাথা) স্মারক নং- ০৫, ৪৩, ৬৪০০, ১০৯, ১৭, ০২৮,২৩-৫৬৭, তারিখ ২৫ জুলাই ২০২৩। সোহেল রানা, উপ পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নওগাঁর স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাং- ঝাড়ঘরিয়া, উপজেলা: বদলগাছী, নওগাঁ এস,এম সালেহীন, পিতা : মৃত এন, কে চক্রবর্তী ,মাতাঃ বাণী রানীর মৃত্যু নিবন্ধন সনদটি ভুয়া মর্মে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়োগকৃত তদন্ত কর্মকর্তা তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। 

যেহেতু দায়িত্বে অবহেলা ও অনিয়মের জন্য আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে  লিখিতভাবে দর্শানোর জন্য কোলা ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামকে (স্বপন) কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন। যার অনুলিপি জেলা প্রশাসক ও বদলগাছী উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণ করেছেন।

সচিব আঞ্জুমানারা বেগম কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করেছেন। চেয়ারম্যান শাহিনুর ইসলাম (স্বপন) এর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। 

উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিনের সঙ্গে মোবাইল ফোনে কথা বললে চেয়ারম্যান ও সচিবের কারণ দর্শানোর পৃথক পৃথক দুটি অনুলিপি পেয়েছেন বলে তিনি জানান।

টিএইচ