বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

বন্যাকবলিত এক হাজার মানুষের পাশে ‘বাতিঘর ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক

বন্যাকবলিত এক হাজার মানুষের পাশে ‘বাতিঘর ফাউন্ডেশন’

সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘বাতিঘর ফাউন্ডেশন’। বন্যাকবলিত এসব অঞ্চলে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসহায় মানুষগুলো তাদের বসতবাড়ি, ফসলের মাঠ, এবং রোজগারের উৎস হারিয়ে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। 

এমনই এক বিপর্যয়ের মধ্যে বাতিঘর ফাউন্ডেশন দেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে একটি বৃহৎ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে। এই মহতী উদ্যোগটি ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্যদের তত্ত্বাবধানে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা প্রায় এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে সরাসরি উপকৃত করেছে।

বাতিঘর ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাকবলিত মানুষের মাঝে প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবণ, মুড়ি, মেডিসিনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এই খাদ্য সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা জানান, এই দুর্যোগপূর্ণ সময়ে এ ধরনের সহায়তা তাদের বেঁচে থাকার আশা জাগিয়েছে।

ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, ‘আমরা সবসময়ই মানবতার সেবায় নিবেদিত থাকতে চাই। আমাদের লক্ষ্য সমাজের দুর্বল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের এই উদ্যোগ শুধু সাহায্য নয়, এটি এক ধরনের মানবিকতা এবং সহমর্মিতার বার্তা বহন করে।’

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ বাতিঘর ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের সমাজে অনেক বেশি প্রয়োজন। আমরা আশা করছি অন্যান্য সামাজিক সংগঠনও এই উদাহরণ অনুসরণ করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবে।’

সংগঠনটির সূত্র জানায়, তারা আগামী দিনগুলোতে আরও বৃহৎ পরিসরে এবং আরও বিস্তৃত এলাকায় এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, ‘আমরা আশা করি আমাদের ছোট্ট প্রচেষ্টা সমাজে কিছুটা হলেও পরিবর্তন আনতে সক্ষম হবে এবং মানুষের কষ্ট লাঘব করতে সাহায্য করবে।’

ত্রাণ সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য মো. মাহবুবুল ইসলাম, রাজু আহমেদ ও মাশিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও, ফাউন্ডেশনের সদস্য হৃদয়, সাওন, ইমন, মেহেদীর নিরলস পরিশ্রম এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গসহ আরও উপস্থিত ছিলেন দর্শক২৪.কম এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মো. আব্দুর রহমান, মো. আনোয়ার, মো. মকসুদ, মো. শামীম, জান্নাতুল ফেরদৌস মীম, ইঞ্জিনিয়ার মিনহাজ মাসুদ, ইঞ্জিনিয়ার মোবারক করিমসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।