বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় আনন্দ মিছিল ও সমাবেশ 

বরগুনা প্রতিনিধি

বরগুনায় আনন্দ মিছিল ও সমাবেশ 

পাথরঘাটা-বামনা-বেতাগী সংসদীয় আসনের সাবেক এমপি ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নুরুল ইসলাম মনিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে মনোনীত করায় বরগুনা জেলা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের আনন্দ মিছিল ও সমাবেশ করে। 

সমাবেশ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তিসহ আলহাজ নূরুল ইসলাম মণির সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত শেষে দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। গত মঙ্গলবার আনন্দ মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. নুরুল আমিন, মো. ফজলুল হক মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান পান্না, পৌর বিএনপির সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহজালাল রুমি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজীব প্রমুখ। কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিএইচ