রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা প্রতিনিধি

বরগুনায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বরগুনা জেলার আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে ডিবির অভিযানে তিন কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন, সজীব গাজী (২৩) ও মিলন গাজী। আটকদের বাড়ি কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজারে। সজীবের পিতার নাম আনোয়ার গাজী এবং মিলনের বাবার নাম আনোয়ার গাজী। 

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বশির আলম জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ডে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে তিনিসহ বরগুনা জেলা গোয়েন্দা শাখার এসআই জাহিদ কবিরের নেতৃত্বে চেকপোস্টে তল্লাশি চালিয়ে সজীবের কাছ থেকে দুই কেজি ও মিলনের কাছ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ দশ হাজার টাকা। 

তিনি আরো বলেন, আটক আসামিরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে হানিফ পরিবহন থেকে বাসে করে বরগুনার উদ্দেশ্যে আসে। এমন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী টোলঘর  থেকে বরগুনা ডিবি পুলিশের একটি টিম তাদেরকে নজরদারি করতে থাকে। 

শাখারিয়া বাসস্ট্যান্ডে এসে তারা নামলে ডিবির সদস্যরা তাদের আটক করে। আটক সজীব মিলনের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানান বরগুনা ডিবির ওসি বশির আলম।

টিএইচ