সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

বরগুনায় ডাকাতির সময় জার্মান নাগরিকসহ তিনজন আহত

বরগুনা প্রতিনিধি

বরগুনায় ডাকাতির সময় জার্মান নাগরিকসহ তিনজন আহত

বরগুনার আমতলী উপজেলার ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের হামলায় গৃহকর্তা এবং জার্মান নাগরিকসহ ৩ জন আহত হয়েছেন।

জানা গেছে, আমতলী উপজেলার চাওরা ইউনিয়নের ঘটখালী গ্রামের নজরুল ইসলাম তালুকদারের বাড়িতে গত শনিবার রাতে ১০-১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে ঘরের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারকে দেশি বন্দুক এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা বেধে একটি কক্ষের মধ্যে আটকে রাখে।

রডের আঘাতে গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদারের ডান হাত ভেঙে যায়। এরপর তারা ঘরের আলমিরা এবং মালামাল তছনছ করে নগদ টাকা, স্বর্ণ ও আইফোন মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ওই বাড়িতে বেড়াতে আসা জার্মান প্রবাসী রোকেয়া রথী ও তার স্বামী জার্মান নাগরিক মি. রথীকেও মারধর করে।

এবং রোকেয়া রথীর হাতের স্বর্ণের চুরি খুলে নিয়ে যায়। ডাকাতির খবর ছড়িয়ে পরলে গ্রামবাসী ছুটে আসলে ডাকাতরা তাদের সামনে দিয়ে অস্ত্র উঁচিয়ে পালিয়ে যায়।

গৃহকর্তা নজরুল ইসলাম তালুকদার জানান, ডাকাতের লোহার রডের আঘাতে আমার ডান হাত ভেঙে যায় এবং মাথা ও কানে গুরুতর জখম হই। এ ঘটনায় আমি মামলার প্রস্তুতি নিচ্ছি। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ