বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরগুনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা 

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা 

বরগুনার তালতলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টুকে পঁচাকোড়ালিয়া ইউনিয়নবাসীর উদ্যোগে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। গত মঙ্গলবার পঁচাকোড়ালিয়া মধ্যবাজার বাবু আলী দাখিল মাদ্রাসা মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এ সংবর্ধনা দেয়া হয়।

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু জাফর খোকন হাওলাদারের সভাপতিত্বে এ গণসংবর্ধনায় প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, বিশেষ অতিথি ছিলেন, তালতলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম। 

গণসংবেদনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ.যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম পাটোয়ারী, সাংবাদিক বেলাল হোসেন মিলন, ইউপি সদস্য মতিয়ার রহমান পাটোয়ারী, নাসির পাটোয়ার আরিফ, সিকদার প্রমুখ।  

টিএইচ