শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক সালেহ্ 

বরগুনা প্রতিনিধি 

বরগুনা প্রেস ক্লাবের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক সালেহ্ 

বরগুনা প্রেস ক্লাবের ২০২৫ মেয়াদে এনটিভির স্টাফ রিপোর্টার সোহেল হাফিজ সভাপতি এবং চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর সালেহ্ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

এরপর বিকেলে দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশন ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলোকিত বাংলাদেশের বরগুনা প্রতিনিধি মো. জাফর হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশন ও ডেইলি অবজারভার পত্রিকার বরগুনা প্রতিনিধি মালেক মিঠু।

বর্তমান সভাপতি অ্যাড. গোলাম মস্তফা কাদেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদারের সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. নুরুল আমিন এবং প্রেস ক্লাব সদস্য মো. জাহাঙ্গীর কবির মৃধা ও রিয়াজ আহমেদ মুসা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এসময় বরগুনা প্রেস ক্লাবের সব সদস্যারা উপস্থিত ছিলেন। 

টিএইচ