মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালের দুটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন ঘটবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল ব্যুরো  

বরিশালের দুটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন ঘটবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া বরিশাল সদর ৫ আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, আগামী তিন মাসের মধ্যে বরিশালের দুটি হাসপাতালের চিকিৎসা ও সেবার মানে অনেক পরিবর্তন ঘটবে। 

আমি মনে করি বরিশালের মানুষের সেবা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এই হাসপাতাল। তাই এই দুটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমার অন্যতম দায়িত্ব। আমি এখানে কথা দিলাম, আগামী তিনমাসের মধ্যে আপনারা এ পরিবর্তন দেখতে পাবেন। 

গত শুক্রবার রাতে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় আইনজীবী, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সমাজ ছাড়াও সাংবাদিক নেতারাও মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। 

টিএইচ