বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ ইউকেটে হারিয়ে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় বরিশাল নগরজুড়ে ব্যাপক আনন্দ উল্লাস হয়েছে। একই সঙ্গে নগরী জুড়ে ব্যাপক আঁতশবাজি করেছে বরিশালের সমর্থকরা। বিপিএল-এ প্রথমবারের মতো বরিশাল চ্যাম্পিয়ন হওয়ায় বেজায় খুশী দলটির সমর্থকরা।
ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার (২ মার্চ) রাতে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থকেই জয়ের ধারায় ছিলো ফরচুন বরিশাল। ১৯তম ওভারের শেষ বলে জয় সূচক রান তুলে নেয়ার পর উল্লাসে ফেঁটে পড়েন বরিশালের সমর্থকরা।
বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল করে ক্রিকেটভক্তরা। খেলা চলাবস্থায় এবং জয়সূচক রানের পর নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক আঁতশবাজি করেন বরিশালের ক্রিকেট সমর্থকরা। আগামীতে বরিশাল স্টেডিয়ামে বিপিএলের খেলা আয়োজনের দাবি জানিয়েছেন তারা।
এর আগে নগরীর সদর রোডের বিবির পুকুরপাড়সহ বিভিন্ন পাড়া মহল্লায় এলাকায় বড় পর্দায় এবং প্রজেক্টরে বিপিএলের ফাইনাল আসরের খেলা দেখার আয়োজন করা হয় স্থানীয়ভাবে।
টিএইচ