মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান

বরিশাল ব্যুরো  

বরিশালে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান

সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী দেশব্যাপী নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বরিশাল জেলা প্রশাসন। 

রোববার (৩ নভেম্বর) জেলা প্রশাসন মো. দেলোয়ার হোসেন নেতৃত্বে বরিশাল নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়া, বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাসহ আরও অনেকে। 

অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রাথমিকভাবে তাদেও জেল জরিমানা করা হয়নি। তবে সচেতনতামূক প্রচারণা চালানো হয়েছে। একই সাথে পরবর্তীতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন। 

পরিবেশ রক্ষায় সবধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

টিএইচ