মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে গণসংহতি আন্দোলনের ১১ দফা দাবি 

বরিশাল ব্যুরো  

বরিশালে গণসংহতি আন্দোলনের ১১ দফা দাবি 

ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও ১১ দফা দাবি আদায়ের লক্ষে বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) নগরীর ফকিরবাড়ী রোডস্থ ভূইয়া ভবনের গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের নিবার্হী সমন্বয়কারী আরিফুল রহমান, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, দপ্তর সম্পাদক রুবিনা ইয়াসমিন, রাজনৈতিক শিক্ষা সম্পাদক হাছিব অহমেদ প্রমুখ। 

সংবাদ সম্মেলনে সমন্বয়কারী বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শেখ হাসিনা ও তার সরকারের বিদায় হয়েছে। আমরা ছাত্র জনতার এই বীরত্বব্যাঞ্জক লড়াইয়ের সাথী ছিলাম ও আছি। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ থেকে শহীদ জুলফিকার শাকিল পর্যন্ত হাজারো শহীদকে। 

স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে বিদায় করে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়েছে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই সম্ভাবনাকে কেউ যাতে ছিনতাই করে নিয়ে যেতে না পারে তার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানাই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে। এসময় তারা আরও ১১ দফা দাবি উল্লেখ করেন।

টিএইচ