বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু এবং ২৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৩৬, পটুয়াখালী ৩৬, ভোলায় ২৯, পিরোজপুরে ৪০, বরগুনায় ২৯, ঝালকাঠিতে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৭৫৮ জন রোগী ভর্তি আছেন।
টিএইচ