শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে দুই ট্রাক সরকারি নথিপত্র জনতার হাতে জব্দ

বরিশাল ব্যুরো  

বরিশালে দুই ট্রাক সরকারি নথিপত্র জনতার হাতে জব্দ

বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের দুই ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করেছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্রসহ ওই দুটি ট্রাক জব্দ করে কাগাশুরা এলাকাবাসী।

পরে তারা থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সকলে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে ঘটে।

কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানা পুলিশের দুটি টিম। পুলিশ বলে, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের খবর ট্রাক ভর্তি নথিপত্র তাদের হেফাজতে দেয়া হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, প্রায় এক যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে দুটি ট্রাকে করে ময়লা খোলা নিয়ে যাওয়ার কথা ছিলো। তবে ভুল করে ড্রাইভার কাগাশুরা গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীর সন্দেহ হলে তারা ট্রাক দুটিকে আটক করে।

সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়ম পালন করা হয়েছে কিনা এমন প্রশ্ন করলে তার কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আমি মৌখিকভাবে তাদের পুড়িয়ে ফেলতে নির্দেশ দিয়েছি। ট্রাকে আমাদের অফিসের সহকারী প্রকৌশলী আফজাল ও ইউসুফ উপস্থিত ছিলো। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে লিখিত দিয়ে ট্রাক দুটি নিয়ে যায় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নুর আলম বলেন, সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকলের উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায়।

টিএইচ