সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

বরিশাল ব্যুরো  

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

বরিশালে প্রেমিকাকে ভিডিও কলে রেখে শ্রীরূপ সিকদার নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির চর বাগদিয়া গ্রামের গকুল সিকদারের ছেলে।

তিনি একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন এবং বরিশাল নগরের ২৫ নম্বর ওয়ার্ডের রুপাতলীর লিলি পেট্রলপাম্প সংলগ্ন ‘নুর জাহান মঞ্জিল’ নামের একটি ভবনের ৫ তলা ফ্ল্যাটে ভাড়া থাকতেন। 

গত বৃহস্পতিবার রাতে নগরের ২৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে শ্রীরূপের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী। পরে থানা পুলিশের সদস্যরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠান। 

বিষয়টি প্রেমঘটিত জানিয়ে এসআই মাইনুল বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

টিএইচ