বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে বালক-বালিকা ফুটবল র্টুনামেন্ট উদ্বোধন

বরিশাল ব্যুরো  

বরিশালে বালক-বালিকা ফুটবল র্টুনামেন্ট উদ্বোধন

সুস্থ দেহ সুস্থ মন, পড়া লেখায় উন্নয়ন এই স্লোগান নিয়ে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর)  রুনা লায়লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাসহ অন্যান্য অতিথিরা। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিরা। 

পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট অনুষ্ঠিত হয়।

টিএইচ