বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো  

বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বরিশালের সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। 

সোমবার (৬ জানুয়ারি)বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়ার নেতৃত্বে নগরীর বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়। 

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান বলেছেন, তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুসহ জনগণের আকাঙ্খা পূরণে ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। 

সেই দাবি জনগণের মধ্যে পৌঁছে দেয়া দরকার। তাই বরিশাল মহানগর বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সেই দাবি জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন, মহানগর ছাত্রদলের সভাপতি অ্যাড. রেজাউল করিম রনি, সম্পাদক হুমায়ুন কবিরসহ ওয়ার্ড বিএনপির নেতারা।

টিএইচ