মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে বিচারের দাবিতে সংবাদকর্মীদের মানববন্ধন

বরিশাল ব্যুরো  

বরিশালে বিচারের দাবিতে সংবাদকর্মীদের মানববন্ধন

দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বরিশাল জেলা প্রতিনিধি ফাহিম ফিরোজ ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের সর্বস্তরের সংবাদকর্মীরা। 

শুক্রবার (৩১ মে) বরিশাল সাংবাদিক ফোরামের (বিএসএফ) আয়োজনে বরিশাল প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, কোষাধক্ষ্য সুখেন্দু একবার, বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, বরিশাল রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মিঠুন সাহাসহ অন্যরা। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

টিএইচ