বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিসি ও রেঞ্জ ডিআইজি

বরিশাল ব্যুরো 

বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ডিসি ও রেঞ্জ ডিআইজি

বরিশালে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গত শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার বারপাইকা, উপজেলা সদর, গৈলাসহ বিভিন্ন স্থানের দুর্গামণ্ডপ পরিদর্শন করে আইন-শৃংখলা পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনসহ অন্যরা। 

অন্যদিকে একই সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে বাকেরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান ও জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা। 

টিএইচ