শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বরিশাল ব্যুরো  

বরিশালে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

বরিশাল জেলা প্রশাসন ও বেলা, এএলআরডি এবং বাপার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সম্মিলিত নদী-সুরক্ষা উদ্যোগ রনজিত দত্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাপাউবো নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপক জাহিদ হোসেন, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন।

বরিশালের সৌন্দর্য রক্ষায় কীর্তনখোলা নদীসহ জেলার সকল নদীকে দখল ও দূষণমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়ক বেলা রফিকুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুধীজন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

টিএইচ