বরিশাল জেলার ৬টি আসনে ভোটার বেড়েছে তিন লাখ ৫৫ হাজার ৫১৯ জন। এই ভোটারের মধ্যে ৯ জন আছেন তৃতীয় লিঙ্গের। জেলা নির্বাচন অফিস থেকে প্রস্তুতকৃত চূড়ান্ত ভোটার তালিকার বরাতে এসব তথ্য জানিয়েছেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ওয়াহিদুজ্জামান মুন্সী। গত ২৪ নভেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ওয়াহিদুজ্জামান মুন্সী বলেন, ভোটার তালিকা অনেকটা চূড়ান্ত করা হয়েছে। তবে ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যায় পরিবর্তন আসতে পারে। আমাদের প্রস্তুতকৃত তালিকা ৩০ নভেম্বর কমিশনে পাঠাব। সেখান থেকে পুনরায় চূড়ান্ত তালিকা পাঠাবে। নির্বাচন অফিস বলছে, ২০১৩ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের-৬ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫ লাখ ২৯ হাজার।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই লাখ ৪৫ হাজার ২৯১ ভোট বেড়ে মোট দাঁড়ায় ১৭ লাখ ৭৬ হাজার ৫৫৫ ভোটে। আর চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ৬ আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩২ হাজার ৭৪ জন। যা একাদশ সংসদ নির্বাচনের মোট ভোটারের তুলনায় ৩ লাখ ৫৫ হাজার ৫১৯ ভোট বেশি। এবারের প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকায় রয়েছেন ১০ লাখ ৮৩ হাজার ৩২৪ জন পুরুষ ও ১০ লাখ ৪৮ হাজার ৭৪৪ জন নারী। এর মধ্যে ৯ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এবারের তালিকায় স্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৭টি। আর ভোটকক্ষ হতে পারে চার হাজার ৯৭১টি। আসন ভিত্তিক ভোটারের তথ্য বলছে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে মোট ভোটার তিন লাখ ৪৩ হাজার তিনজন। এখানে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৬ জন ও নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৫৪৭ জন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ লাখ ২৪২ জন। এখানে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৪ জন ও নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ১২৬ জন। পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৫ জন ও নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ২৮০ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে মোট ভোটার তিন লাখ ৯৫ হাজার ৩৭৬ জন। পুরুষ ভোটার দুই লাখ ৫ হাজার ১৩৬ জন ও নারী ভোটার এক লাখ ৯০ হাজার ২৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। বরিশাল সদর-৫ (মহানগর ও সদর উপজেলা) আসনে ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।
এরমধ্যে পুরুষ দুই লাখ ৩৫ হাজার ৬৪৯ জন ও নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ভোটার দুই লাখ ৯৫ হাজার ৪৬৪ জন। এর মধ্যে এক লাখ ৪৯ হাজার ৫৭৪ জন পুরুষ ও এক লাখ ৪৫ হাজার ৮৮৭ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
টিএইচ