মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে মহানগর বিএনপি লিফলেট বিতরণ

বরিশাল ব্যুরো

বরিশালে মহানগর বিএনপি লিফলেট বিতরণ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল নগরীর পথচারী, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্নস্থানে মহানগর বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ করা হয়। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সকাল ও বিকালে দুভাগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। সকালে  সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. বিলকিস জাহান শিরিন ও বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক সদ্য কারামুক্ত মো. মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন সদস্যসহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ভাগ হয়ে নগরীর বিভিন্নস্পটের পথচারী, ব্যবসা প্রতিষ্ঠান যানবাহনে লিফলেট বিতরণ করে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য অ্যাড. হুমাউন কবীর মাসুদ, অ্যাড. আজাদ হোসাইন, আব্দুল হালিম মৃধা, আফরোজা খানম নাসরিন, আহমেদ জেকি অনুপম, জাহিদুর রহমান রিপন, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাড. মাযহারুল ইসলাম জাহানসহ বিভিন্ন ওয়ার্ড নেতারা। 

বিকালে আসরবাদ নগরীর বটতলা বাজার থেকে চৌমাথা নভগ্রাম সড়কে বিভিন্নস্থানে মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এসময় নেতরা বলেন, বর্তমান সরকারকে গত ৭ই জানুয়ারি জনগণ এই ডামি সরকারের নির্বাচনে ভোট গ্রহণে বিরত থেকে সরকারকে প্রত্যাক্ষাণ করেছে। 

আমাদের এই অবৈধ ডামি নির্বাচনের কাছ থেকে যতই বাধা আসুক আমরা তা মোকাবেলা করেই আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই সরকারের পতন না হওয়া পর্যন্ত।

টিএইচ