সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে মা ইলিশ রক্ষায় নদীতে নৌ র‌্যালি

বরিশাল ব্যুরো  

বরিশালে মা ইলিশ রক্ষায় নদীতে নৌ র‌্যালি

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম বাস্তবায়নের লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌমহড়া দিয়েছে জেলা প্রশাসন। 

রোববার (১৩ অক্টোবর) কীর্তনখোলা নদীতে এই মহড়া দেয় প্রশাসনের সাথে মৎস্য অধিদপ্তর, র্যাব, পুলিশ এবং কোস্টগার্ড সদস্যরা। নৌ মহড়ায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার বেল্লাল হোসেন। 

অভিযানে বরিশাল জেলার আগৈলঝাড়া ছাড়া সব উপজেলায় বিশেষ এই নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত থাকবে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল কুমার দাস বলেন, নিষেধাজ্ঞা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাইকিং করা হয়েছে, মসজিদ ও মন্দির থেকেও এই বিষয়ে প্রচার চালানোর কথা বলা হয়েছে। 

মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালিন সময়ে ৫৬ হাজার ৭০০ জেলেকে চাল দেয়া হবে ২৫ কেজি করে মোট ১৪১৭.৫ টন। ইতোমধ্যে ১৬ হাজার ৫৭৪ জনকে ৪১৪.৩৫ টন চাল দেয়া হয়েছে। আগামী দুই-চার দিনের মধ্যে বাকিদের দেয়া হবে। 

বরিশাল জেলা প্রশাসক বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের টাস্কফোর্স উপজেলা প্রশাসনসহ সমন্বিত অভিযান পরিচালনা করবে। এ সময় আইন ভেঙে ইলিশ শিকার করলে জেল-জরিমানা করা হবে। 

কীর্তনখোলাসহ বিভিন্ন নদীতে মাছ ধরা বন্ধে নৌ-টহল র্যালি করা হয়। এই ২২ দিন অভিযানে মৎস্য, নৌ-পুলিশ নদী ও খালে প্রশাসনের ৪৮টি টিম ও ২৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।

টিএইচ