শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

বরিশালে মুক্ত দিবস পালিত

বরিশাল ব্যুরো

বরিশালে মুক্ত দিবস পালিত

৭ ডিসেম্বর ছিল বরিশাল মুক্ত দিবস। শুক্রবার (৮ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বরিশাল জেলা, মহানগর ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ভবনের সামনে থেকে শুরু হয় র্যালিটি। 

এরপর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বগুড়া রোড এলাকায় শেষ হয়। আনন্দ র্যালির নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযোদ্ধা সংসদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ১৯৭১ সালের এইদিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে এ শহর থেকে ডেরা গুটিয়ে পালিয়ে যায়। 

বরিশাল শহর কেন্দ্রিক বিভিন্ন সড়ক চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় স্টিমার ও কার্গোতে পাকিস্তানি সেনাবাহিনী, পাক মিলিশিয়াসহ শহরের দালাল ও রাজাকাররা বরিশাল ত্যাগ করে। পাকবাহিনীর শহর ত্যাগের খবরে ৮ মাস ধরে অবরুদ্ধ বরিশালের মুক্তিকামী মানুষ বিজয়ের আনন্দে রাস্তায় নেমে আসে।

টিএইচ