সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঁচা মরিচের আড়তে অভিযান

বরিশাল ব্যুরো  

বরিশালে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাঁচা মরিচের আড়তে অভিযান

কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় দাম সহনশীল রাখতে বরিশালের পাইকারি কাঁচাবাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, বরিশাল জেলার সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানো হয়। এসময় বেশি দামে মরিচ বিক্রি ও পাকা রশিদ আছে কিনা সেটা যাচাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করছি। অন্যদিকে নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়ো মরিচ ও হলুদের দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে চার দোকানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনার সময় বরিশাল কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহাবুব আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স মনিটরিং কমিটির সদস্য শিক্ষার্থী রাকিন খান, সর্দার মো. গাদ্দাফি উপস্থিত ছিলেন। 

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। 

টিএইচ