মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশালে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো  

বরিশালে শ্রমিকদলের কর্মী সভা অনুষ্ঠিত

শ্রমিকদলের সক্রিয়-নিষ্ক্রিয় সব নেতারা এক হয়ে আগামীতে একটি সুন্দর দেশ গড়তে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। 

শনিবার (২ নভেম্বর) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর শ্রমিকদল আয়োজিত এক কর্মী সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আকন কুদ্দুসুর রহমান আরও বলেন, বিএনপি একটি অন্যতম সিনিয়র সংগঠন শ্রমিকদল। এই দলের আগে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সবাই দলের অনেক বড় নেতা। 

ভবিষ্যতে সংগঠনটি অনেক বড় ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। বরিশাল মহানগর শ্রমিকদলের সভাপতি মো. ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। 

এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় শ্রমিকদল ও বিএনপির মহানগর ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। 

টিএইচ