বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বরিশালে ৬৪ কেজি গাঁজাসহ দুইজন আটক 

বরিশাল ব্যুরো  

বরিশালে ৬৪ কেজি গাঁজাসহ দুইজন আটক 

বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সামনের সড়কে অভিযান চালিয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। একটি মিনি পিকআপের মধ্যে স্টিলের আলমিরার মধ্যে বিশেষ কায়দায় ৬৪ কেজি গাঁজা রাখা হয়েছিলো।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন জানান, গত শুক্রবার দিবাগত রাতে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্টিলের আলমিরাসহ একটি মিনি পিকআপে তল্লাশি চালানো হয়।

এসময় আলমিরার মধ্যে বিশেষ পদ্ধতিতে রাখা ৬৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাচকিত্তা এলাকার মৃত খবির মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩০) ও মুরাদনগর পৌরসভার মধ্যমপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে শাকিল মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, মাদকের এ বিশাল চালানটি নিয়ে তারা বরিশালে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

টিএইচ