সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বরিশাল যেন এখন শোকের নগরী

বরিশাল ব্যুরো  

বরিশাল যেন এখন শোকের নগরী

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের ৪৮তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীর নাজিরের পুল এলাকায় জাতির জনকের বাড়িসহ শোক তোরণ, ব্যানার ফেস্টুন, শোক পতাকাসহ ১৫ই আগস্টে শহীদদের সম্বলিত ছবি সাটানোসহ বিভিন্ন বাণী নগরবাসীর মাঝে তুলে ধরেন বিসিসি প্যানেল মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকন। 

প্রতিবছরের ন্যায় এবারও নগরীর ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক ২ বারের সফল সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে কালো ও লাল রক্ত রং এ নানান শৈল্পিক কারুকাজে বঙ্গবন্ধুর ৩২নং সড়কের বাড়িটিসহ ১৫ই আগস্টে বঙ্গবন্ধুর লাশের প্রতিকৃতী অবয়ব ফুটিয়ে তোলা হয়। 

জাতীয় শোক দিবসকে সামনে রেখে বরিশাল নগরীসহ বরিশাল জেলার বিভিন্নস্থানে শোভা পাচ্ছে হাজার হাজার পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিশালাকৃতির শোকের তোরণ। এরমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রবেশ ফটকে লাল কালো রঙের ব্যবহারে টানানো হয়েছে শহীদদের চিত্র। 

বঙ্গবন্ধুর বিশালাকৃতির ছবির পাশে রয়েছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছবি। এরপর একে একে সকল শহীদদের মুখায়ব। বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে ক্ষমতাসীন দল আ.লীগ ও এর সহযোগী সংগঠন এবং প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও শোক তোরণ নির্মাণ করেছে। 

বরিশাল জেলা পরিষদের প্রবেশ পথে নির্মাণ করা হয়েছে শোকের তোরণ। প্রতিটি তোরণে রয়েছে সকল শহীদদের মুখায়ব। অন্যদিকে জেলার গৌরনদীর মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকতগুহ পিকলুর উদ্যোগে ইউপি ভবনসহ ওই এলাকায় তোরণ, শোক ব্যানার, ফেস্টুন ও শোক পতাকা দিয়ে মুড়ে রেখেছে। 

এছাড়া শোকের মাস আগস্টের শুরুতেই বরিশাল-ঢাকা মহাসড়কের জেলার প্রতিটি এলাকায় দলীয় নেতা কর্মীদের উদ্যোগে নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির তোরণ।

টিএইচ