বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে নগরীর বাটার গলি নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগ করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আব্দুল মালেক হাওলাদার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাবেক আহ্বায়ক। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান আব্দুল মালেক হাওলাদারকে গ্রেপ্তারের বিষয়টি জানান, বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল মালেক হাওলাদার।
আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি তার বাটারগলি বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আব্দুল মালেক হাওলাদার কেন্দ্রীয় আ.লীগ নেতা সালাউদ্দিন রিপনের চাচা।
টিএইচ