সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
রংপুর রেঞ্জ ডিআইজি 

বর্তমানে অপরাধ দমনে পুলিশের সক্ষমতা অনেক বেশি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 

বর্তমানে অপরাধ দমনে পুলিশের সক্ষমতা অনেক বেশি

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেন বলেছেন, দশ বছর আগের পুলিশের সক্ষমতা আর আজকের পুলিশের সক্ষমতা এক নয়। বর্তমানে অপরাধীদের দমনে পুলিশের সক্ষমতা অনেক বেশি। ধর্মের দোহাই দিয়ে কেউ যদি নাশকতা বা কোন ধরণের বিশৃঙ্খলা করতে চায় তাহলে পুলিশ কঠোরভাবে তা দমন করবে। 

গত শনিবার সন্ধ্যায় গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ সদস্যকে হত্যা করা হয়। যা দুঃখজনক ও অপরাধমূলক।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি আব্দুল বাতেন আরো বলেন, পুলিশের পায়ের জুতা থেকে মাথার টুপি, নামি-দামি গাড়ি সব জনগণের টাকায়। তাই জনগণকে সেবা দেয়ার জন্যই আমরা অঙ্গীকারবদ্ধ। আসন্ন জাতীয় নির্বাচনে কেউ যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বাধা দেয় তাহলে তা কঠোর হস্তে পুলিশ দমন করবে। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-নূর-এ আলম। সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মিসেস আফরুজা বারী, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু প্রমুখ।

টিএইচ