বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র ফুটে উঠে’

রাউজান প্রতিনিধি

‘বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র ফুটে উঠে’

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র জাতির সামনে ফুটে উঠে। তথ্যনির্ভরহীন সাংবাদিকতা দ্বারা জাতি বিভ্রান্তি হয়, দেশের সুনাম ক্ষুন্ন হয়।  নেতিবাচক  প্রভাব ফেলে এমন সংবাদ পরিবেশন না করাই ভালো। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এই মন্তব্য করেন। রাউজান প্রেস ক্লাবের  সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ প্রমুখ।  

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার সরোয়ার জাহান, উপজেলা আ.লীগের সহ সভাপতি শ্যামল পালিত, কামরুল হাসান বাহাদুর, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাপ্তাহিক শ্লোগান পত্রিকার সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম প্রমুখ।

টিএইচ