সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাঁশখালীতে ইয়াবাসহ দুইজন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বাঁশখালীতে প্রাইভেট মাইক্রোবাসযোগে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দশ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ। 

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভসস্থ বাঁশখালী থানার মেইন গেইটের দক্ষিণ পাশে কালিবাড়ীর রোডের সামনে পাকারাস্তার উপর থেকে সন্দেহভাবে একটি মাইক্রোবাস তল্লাশি করার পরে উক্ত গাড়ির ড্রাইভার সিটে নিচে ডান পাশে চাকার উপরে গাড়ির বডিতে বিশেষ কায়দায় ফিটিং থাকা অবস্থায় কালো পলিথিনযুক্ত একটি লম্বা পেকেট থেকে দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে থানা সূত্রে জানা যায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহর নির্দেশনায় বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনের তত্ত্বাবধানে বাঁশখালী থানার এসআই (নি.) রফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন ডেইল পাড়া সাফরাং ইউনিয়ন ৬নং ওয়ার্ড কবির আহমদের পুত্র আব্দুল মজিদ, অন্যজন একই এলাকার মৃত জহির আহম্মদের পুত্র ইউসুফ।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, ইয়াবা সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন আছে। তবে মাদকসংক্রান্ত বিষয়ে সবসময় অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

টিএইচ