সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু 

চট্টগ্রামের বাঁশখালীতে বৃষ্টির প্রভাবে বাড়ির দেয়াল ধসে পড়ে এক শিশু নিহত হয়েছে। জানা যায়, নিহত শিশুর নাম মুহাম্মদ মিজবাহ (৪) রোববার (৬ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায়। এ ঘটনায় মারা যাওয়া শিশু মিজবাহ্ বৈলগাঁও গ্রামের রাতু বাপের বাড়ির মুহাম্মদ রফিউল আলমের ছেলে।

সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহ্ উদ্দিন কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুর দাফন-কাঁফন সম্পন্ন করেন।

বাঁশখালীর রামদাস মুন্সিহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শহিদুল ইসলাম জানান, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়। শিশুটির বাবা কৃষিকাজ করেন। আর্থিক অনটনে আছে শিশুটির পরিবার। তাই বর্ষা আসার আগে বাড়িও মেরামত করতে পারেনি। 

অতিবৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টিএইচ