শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ নয়: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাংলাদেশের উন্নয়ন তাদের পছন্দ নয়: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন,বাংলাদেশের উন্নয়ন বিএনপি-জামাতের পছন্দ নয়।  বিএনপি-জামাত  বাংলাদেশে বিশ্বাস করে না। তাদের রাজনীতি হচ্ছে হত্যার রাজনীতি। ২০১৪ সালে নির্বাচনে তারা অগ্নি সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছিলো । এখনো তাদের বিশ্বাস করা যায় না।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইনমন্ত্রীর ছোট ভাই আরিফুল হক রনির ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, এরশাদের সময় দেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তিনি নেতাকর্মীদের এক্যবদ্ধ থেকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখার আহ্বান জানান।

কসবা পৌরমেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম,জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, কসবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান মানিক ,কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন। কসবা পৌরসভার সভাপতি শফিকুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক রুস্তম খান, এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচ