সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সঙ্গে উপজেলা জামায়াতের মতবিনিময়

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সঙ্গে উপজেলা জামায়াতের মতবিনিময়

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের  সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের মতবিনিময় করেছে। 

গত সোমবার সন্ধ্যায় এনাম নাহার মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার কার্যালয়ে এ শাখার সভাপতি দৈনিক আমার সংবাদ, ডেইলি পোস্ট ও সাঙ্গু পত্রিকার সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বর্তমানে দেশের এই ক্রান্তিকালীন সময়ে দেশ গঠনে দলমত নির্বিশেষে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আরোচনা হয়। সভার শুরুতে জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার আমীর সাবেক ইউপি চেয়ারম্যান  মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ  বৈষম্যবিরোধী আন্দোলন যেসব ছাত্রজনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। 

সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে অংশগ্রহণকারী সব ছাত্রজনতার প্রতি। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিন ও দেশ বর্তমান পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামাতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা এস এম হালিম উল্ল্যাহ, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাওলানা জিয়াউল হাসান।

আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক প্রথম বাংলা প্রতিনিধি মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক ভোরের আওয়াজ ও বর্তমান কথা প্রতিনিধি মাহমুদুর রহমান প্রমুখ।

টিএইচ