মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১
The Daily Post

বাউফলে আনন্দর্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

বাউফলে আনন্দর্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ 

পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে আনন্দর্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বাউফল থানার ওসি আল-মামুনসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। 

শুক্রবার (১৭ মার্চ) বাউফল হাইস্কুল মাঠ থেকে আনন্দর্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পৌঁছলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার গ্রুপ ও এমপি ফিরোজ হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুরুতর আহত উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  বাউফল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে সভাপতি সাধারণ সম্পাদক একই সময়ে একই স্থানে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচি ঘিরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার মো আল আমিন বলেন, তাৎক্ষণিকভাবে কোন কথা বলা যাবে না। 

বাউফল থানার ওসি আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিচার্জ করা হয়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিশ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে তিনিসহ পুলিশের আরও ৬ জন সদস্য আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

টিএইচ