সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাউফলে পারিবারিক বিরোধের জেরে চাচা-ভাতিজা খুন 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

বাউফলে পারিবারিক বিরোধের জেরে চাচা-ভাতিজা খুন 

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধে প্রাণ গেল দুই চাচা ভাতিজার। জমি নিয়ে বিরোধের জেরে আদাবারিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সেলিম মুন্সিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ হামলার সময় হামলাকারীদের মধ্যে আলাউদ্দিন মুন্সী নামে আরো একজন নিহত হয়।  

গত মঙ্গলবার রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালি গ্রামের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে সেলিম ও আলাউদ্দিনের বিরোধ ছিল। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সেলিমের ওপর হামলা চালায় আলাউদ্দিন মুন্সী ও তার লোকজন। তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। 

এ সময় আলাউদ্দিন মুন্সীও মারা যান। ৮নং ওয়ার্ডের বাবু নামে একজন জানান, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সী আপন চাচা ভাতিজা। শুনেছি তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। আর এ বিরোধের জের ধরে সেলিম মুন্সীর ওপর হামলা হয়। ঘটনাস্থলে তিনি মারা যান। 

আলাউদ্দিন মুন্সী সেলিম মুন্সীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে, ঘরে গিয়ে অসুস্থ হয়ে তিনিও মারা যান। বাউফল থানার ওসি শোনিত কুমার গাইন বলেন, এ ঘটনায় উভয়পক্ষই দুটি মামলা করেছে, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

টিএইচ