সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাগমারায় নবাগত ইউএনওর যোগদান

বাগমাার (রাজশাহী) প্রতিনিধি 

বাগমারায় নবাগত ইউএনওর যোগদান

বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মাহবুবুল ইসলাম। মঙ্গলবার (১৯ মার্চ) নিজ দপ্তরে যোগদান শেষে দুপুরে উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন। 

তিনি ৩৫তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা। এবারই প্রথম ইউএনও হিসাবে বাগমারায় যোগ দিলেন। নবাগত ইউএনও মাহবুবুল ইসলাম এর আগে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে (আরডিসি) কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার নগরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পিআইও রাজিব আল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা, মৎস্য কর্মকর্তা রাবিউল করিম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল  ইসলামসহ ইউএনও অফিসের কর্মচারীরা। এর আগে বাগমারায় ইউএনওর দায়িত্ব পালন করেন উজ্জল হোসেন। 

টিএইচ