সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি 

বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ

রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ জুন) বাগমারা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টে গতবারের জেলা চ্যাম্পিয়ন মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  বঙ্গমাতায় নতুন দল চকমহব্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলার শুরুতে স্থানীয় এমপির নির্দেশে খেলোয়াড়দের মাদকবিরোধী শপথ পাঠ করান। 

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন স্থানীয় এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ইউএনও মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। 

অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা আ.লীগের শ্রম সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাচেন আলী প্রমুখ। 

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। সহকারী পরিচালক হিসেবে তাঁকে সহযোগিতা করেন আফজাল হোসেন, রহিদুল ইসলাম ও মঞ্জুর রহমান। এ টুর্নামেন্টের ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন নজরুল ইসলাম, নজিবুর ইসলাম ও মাহাবুর রহমান। 

টিএইচ